Dignagar

Wioska
Dignagar
Temple of Raghabeswar Siva at Dignagar
Świątynia Raghabeswara Śiwy w Dignagar
Dignagar is located in West Bengal
Dignagar
Dignagar
Lokalizacja w Zachodnim Bengalu w Indiach
Dignagar is located in India
Dignagar
Dignagar
Dignagar (Indie)
Współrzędne: Współrzędne :
Kraj  Indie
Państwo Bengal Zachodni
Dzielnica Nadia
Populacja
 (2011)
• Całkowity 6023
Języki
• Urzędnik bengalski , angielski
Strefa czasowa UTC+5:30 ( IST )
Telefon/ kod STD 03472
Rejestracja pojazdu WB51/52
Okręg wyborczy Lok Sabha Krysznanagar
Okręg wyborczy Widhan Sabha Krishnanagar Uttar
Strona internetowa nadia .gov .in

Dignagar to wieś w bloku Krishnanagar I CD w podziale Krishnanagar Sadar w dystrykcie Nadia w Zachodnim Bengalu w Indiach.

Historia

To starożytna wieś. Według książki Nadia Kahini napisanej przez znanego badacza Mohita Roya, była to dobrze prosperująca wioska z okresu Kryszny Chandry Roya . [ potrzebne źródło ]

W 1673 Roy wykopał duże dighi i założył trzy świątynie. Jest to miejsce, do którego Pan Caitanya i od tego czasu mieszkańcy wioski świętują 3 dni z kirtanem w „Kalpataru Tala”, gdzie Pan Caitanya siedział przez jakiś czas ze swoimi wyznawcami. [ potrzebne źródło ]

নদিয়ারাজ-প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পৌত ্র , কৃষ্ণচন্দ্রের বৃদ্ধপ্রপিতামহ , রাজা রাঘব র ায় রাজত্বকালে ১৬৩২ - ১৬৮৩ খ্রিষ্টাব্দ মাটিয়া রী থেকে রেউই-এ ( বর্তমান কৃষ্ণনগর ) রাজধানী স্থা Zobacz więcej ন্ত একটি রাস্তা তৈরি করেন এবং জনসাধারণের জলকষ্ ট নিবারণের জন্য ২০ হাজার টাকা ব্যয়ে বর্তমান দিগনগরে এক বিশাল দিঘি খনন করেন। Zobacz więcej ানগর। দিঘির পূর্ব দিকে রাজা রাঘব একটি সুন্দর অট্টাল িকা ও কাছাকাছি দুটি মন্দির নির্মাণ করেন। একটি মন্দির বর্তমানে বিধ্বস্ত। অপরটি এখনও মোটামুটি ভাল অবস্থায় আছে। এটি নদিয়া জেলার টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরে ব্ল্যাক বেসল্টের তৈরী 'রাঘবেশ্বর' শিব লিঙ্গ নিত্য পূজিত। মন্দিরটি একটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত। বাংলা চারচালা রীতিতে তৈরী মন্দিরটিতে দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে মোট তিনটি দরজা। দরজার দুপাশে দুটি করে ছোট ছোট থাম এবং একটি করে কারুকার্য করা খিলান।

এই মন্দিরে টেরাকোটা অলংকরণগুলির আধিক্য পশ্চ িম দেওয়ালে ( উল্লেখ করা যেতে পারে যে মন্দিরের প শ্চিম দিকে রাস্তা ), তারপর দক্ষিণ দেওয়ালে। পূর্ব দিকের দেওয়ালে কিছু ফুল ছাড়া অন্য টেরা Zobacz więcej । উত্তর দিকের দেওয়াল পলস্তারা আবৃত। ভিত্তিবেদি-সংলগ্ন দুটি অনুভূমিক সারির নিচের সারিতে টেরাকোটায় জমিদার বা রাজার শিবিকারোহণ ে যাত্রা এবং সামনে-পিছনে ঘোড়সওয়ার ও লোকলস্কর, অশ্বারোহী শিকারী, খোল-করতাল সহযোগে হরিনাম সংক ীর্তন, হাতির পিঠে সওয়ার, মিথুনদৃশ্য, গড়গড়ায ় তামাক সেবন প্রভৃতি সমাজচিত্র উৎকীর্ণ আছে


উপরের সারিতে একটানা হংস পংক্তির দৃশ্য। পশ্চিম দিকের প্রবেশ পথের খিলানের ওপরের চারপা শে আটচালা প্রতীক শিবালয় ও তারমধ্যে শিবলিঙ্গ। লক্ষণীয় হল, দক্ষিণদিকের দেওয়ালে দ্বারপথের Zobacz więcej মধ্যে মাত্র দুটি শিবলিঙ্গ বাকি সব মুসলমান যোদ্ ধা। Zobacz więcej ই সারি মূর্তির মধ্যে দশাবতার, কৃষ্ণলীলার বিভি ন্ন দৃশ্য যথা কৃষ্ণরাধিকা, বস্ত্রহরণ, কালীয়দম ন প্রভৃতিই প্রধান। এছাড়া রাম, বলরাম, বৃষবাহন শিব, প্রহরী, সৈনিক, স ন্ন্যাসী প্রভৃতি মূর্তির সমারোহ। একটি ফলকে ডানপায়ের ওপর বাঁ পা রেখে দণ্ডায়মা ন এক নারীমূর্তি। তার পাশে একটি হরিণশিশু। যার পোশাকি নাম 'শালভঞ্জিকা'। এ মন্দিরে বিশেষত্ব হল, প্রচুর উৎকৃষ্ট নকশি কা জ, যা নদিয়ার খুব কম মন্দিরেই দেখা যায়। মন্দিরের পোড়ামাটির মূর্তিগুলির সুক্ষ্ম কাজ এই শতকে নির্মিত ভাস্কর্যকলার বৈশিষ্ট বহন করে । আরেকটি উল্লেখযোগ্য হল, প্রবেশপথের নিচে চৌকাঠ হিসাবে মোটা ও ভারী কাল পাথরের ব্যবহার। বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স ংরক্ষিত।

মন্দিরটি একটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত। বাংলা চারচালা রীতিতে তৈরী মন্দিরটিতে দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে মোট তিনটি দরজা। দরজার দুপাশে দুটি করে ছোট ছোট থাম এবং একটি করে কারুকার্য করা খিলান।

Zobacz więcej েঞ্জার বা কৃষ্ণনগর লোকালে উঠুন। নামুন কৃষ্ণনগরে। স্টেশন থেকে বাসে বা রিকশায় বাসস্ট্যাণ্ডে পৌ ঁছান। Zobacz więcej গরে। স্টপেজ থেকে পশ্চিম দিকে কিছুটা হাঁটলে পৌঁছে য াবেন মন্দিরে।

Geografia

Dignagar mieści się w

Demografia

Według spisu ludności Indii z 2011 r. Dignagar liczył łącznie 6023 mieszkańców, z czego 3097 (51%) to mężczyźni, a 2926 (49%) to kobiety. Ludność w wieku 0-6 lat wynosiła 538. Ogólna liczba osób piśmiennych w Dignagar wynosiła 3767 (68,68% populacji powyżej 6 lat).

Kultura

David J. McCutchion wspomina o kilku świątyniach w Dignagar:

  • Mała XVIII-wieczna świątynia Śiwy z dekoracjami z terakoty
  • Bogato zdobiona charchała
  • Świątynia Raghabeswara (1669) - konstrukcja charchala z bogatą dekoracją z terakoty po obu stronach
  • Świątynia Mahaprabhu